17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্যান্ট না পরেই রাস্তায় মালাইকা, এরপর যা ঘটল

প্যান্ট না পরেই রাস্তায় মালাইকা, এরপর যা ঘটল - the Bengali Times
মালাইকা অরোরা

কলার তোলা ঢিলেঢালা সাদা শার্ট। তার উপরে ঘিয়ে রঙা সোয়েটার। সেটিও তার শরীরের তুলনায় বেশ খানিকটা বড়। মুখে মাস্ক। এমনই ছিল মালাইকার সাজ। ওই অবস্থায় সান্তাক্রুজে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন অভিনেত্রী। নিয়মমাফিক তার পিছু নিয়েছিলেন পাপারাৎজিরা।

পাপারাৎজিদের তোলা এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেই ব্যঙ্গ বিদ্রূপের শিকার হোন মালাইকা। নায়িকার সাজগোজকে কটাক্ষ করে কেউ লেখেন, ‘প্যান্ট পরতে ভুলে গেছেন নাকি?’ কারও বা তার দাদুর সোয়েটারের কথা মনে পড়ে যায়। কেউ ঠাট্টা করে প্রশ্ন করেন, ‘মালাইকার ঠান্ডা লাগে না?’

- Advertisement -

এর আগেও পোশাকের কারণে বহুবারই নেটবাসীর রোষের মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল মালাইকা অরোরা। নিজের পছন্দের মতো পোশাক পরতে ভালোবাসেন তিনি। কটূক্তি, কুমন্তব্য, অশ্লীল কথাবার্তায়ও তিনি নিজেকে আটকান না কোনো দিন।

এর আগে ব্রা ছাড়া পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন মালাইকা। তা নিয়েও তোলপাড় হয় নেটমাধ্যম। কিন্তু তিনি নির্ভীক। তার প্রমাণ আবারও দিলেন অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সাবেক স্ত্রী এবং অর্জুন কাপুরের বর্তমান প্রেমিকা মালাইকা।

- Advertisement -

Related Articles

Latest Articles