
পাঁচ মাস আগে নতুন সংসার শুরু করেছেন ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিব (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মাহির স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
রাকিবকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে (২টায়) ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন মাহি। সেই পোস্টের ক্যাপশনে মাহি তার স্বামীর শপথের কথা জানিয়েছেন। নায়িকার ভাষ্যমতে- তার স্বামী রাকিব সরকার তাকে ছাড়া কখনোই ভাত খাবেন না!