
মানসিক ভারসাম্যহীন বাবা দুই ছেলেকে ফেলে দিয়েছিলেন গভীর কুয়ায়। তবে ভাগ্য ও বড় ছেলের সাহসের জোরে প্রাণে রক্ষা পেলো দুই ভাই। ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি অঞ্চলে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঘটেছে এমন ঘটনা। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, অভিযুক্ত গৌতম মণ্ডল দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ। তার স্ত্রী রূপা মণ্ডল গৃহকর্মীর কাজ করে কোনো রকমে সংসার চালান। শুক্রবার তিনি কাজে বেরিয়ে যেতেই প্রথমে ৪ বছর বয়সী ছোট ছেলে সৌরভকে কুয়ায় ফেলে দেন গৌতম। দেখতে পেয়ে ভাইকে বাঁচাতে ছুটে আসে ১২ বছরের গৌরব। তাকেও ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দিয়ে সেখান থেকে চলে যান বাবা।
স্থানীয়রা জানান, দুই ভাইয়ের চিৎকার শুনেই ছুটে আসে আশপাশের লোকজন। তারা এসে দেখেন, ছোট ভাইকে কোলে নিয়ে কোনো রকমে কুয়ার পানিতে ভেসে রয়েছে গৌরব। এরপরেই তারা কুয়াতে দড়ি ফেলে দুই ভাইকে টেনে উপরে তুলে আনেন। পরে খবর পেয়ে বাড়িতে ফেরেন রূপা।
ওই ঘটনার পরেই অভিযুক্ত গৌতমকে দড়ি দিয়ে বেঁধে থানায় খবর দেন স্থানীয়রা। খবর দেয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনকেও। পুলিশ এবং ওই স্বেচ্ছাসেবী সংগঠনই গৌতমকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।