-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

তথ্য বিনিময় পদ্ধতিতে পরিবর্তন আনার আহ্বান

তথ্য বিনিময় পদ্ধতিতে পরিবর্তন আনার আহ্বান

তথ্য বিনিময় পদ্ধতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স রিভিউ এজেন্সি। বিদেশি সংস্থার সঙ্গে ফেডারেল সরকারের তথ্য বিনিময়ে অসামঞ্জস্যতার প্রমাণ পাওয়ার পর এ আহ্বান জানায় সংস্থাটি। কানাডায় অ্যাভয়ডিং কমপ্লিসিটি ইন মিসট্রিটমেন্ট বাই ফরেন এনটিটিজ অ্যাক্ট নামে একটি আইন চালু আছে, যার উদ্দেশ্য বিদেশি এজেন্সির সঙ্গে বিনিময় করা তথ্যের কারণে যাতে বিদেশে আটক কারো ওপর নিপীড়ন না নেমে আসে। আইনের অধীনে পদ্ধতিগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেজন্য কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস, আরসিএমপি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডাসহ ১২টি ফেডারেল সংস্থার কার্যক্রম খতিয়ে দেখেছে দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স রিভিউ এজেন্সি।

- Advertisement -

২০১৯ সালের ঘটনা নিয়ে এজেন্সি তাদের প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, লক্ষ্যণীয় ভিন্নতা থাকলেও সংস্থাগুলো এ নিয়ে তাৎপর্যপূর্ণ কাজ করেছে। উদাহরণ হিসেবে বিভিন্ন দেশের মানবাধিকার রেকর্ড ও এজেন্সিগুলোর অসদাচরণের ঝুঁকি পরিমাপে বিভিন্ন বিভাগ যেটি বিবেচনায় নিয়ে থাকে তার মূল্যায়ণে মানদন্ডের অভাব রয়েছে। তাই সংস্থাগুলো ঝুঁকি মূল্যায়নের একটি অভিন্ন উপায় উদ্ভাবনের সুপারিশ করেছে রিভিউ এজেন্সি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles