
সড়কে চলছে অ্যাম্বুলেন্স। আর সেটাকে অনুসরণ করে পিছনে দৌড়াচ্ছে একটি ঘোড়া। এমনই এক দৃশ্য এখন ভাইরাল নেট দুনিয়ায়।
ঘটনাটি ঘটেছে গত সোমবার ভারতের রাজস্থানের উদয়পুরে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তায় আহত অবস্থায় একটি ঘো়ড়াকে পড়ে থাকতে দেখেন উদয়পুর শহরের হরিদাসজি মগরির এক বাসিন্দা। পরে তিনি পশু উদ্ধারকারী সংস্থাকে খবর দেন। খবর পেয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে হাজির হন ওই সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর পর আহত ঘোড়াটিকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যান তারা।
এর কিছুক্ষণ পরই অ্যাম্বুল্যান্স চালক গাড়ির পিছনে পিছনে একটি ঘোড়াকে ছুটে আসতে দেখেন। তা দেখেন গাড়ির গতি কমান চালক। এরপর প্রায় ৮ কিলোমিটার অ্যাম্বুল্যান্সটিকে অনুসরণ করে পশু হাসপাতালে পৌঁছায় ঘোড়াটি।
আহত ঘোড়াটি দ্বিতীয় ঘোড়ার সঙ্গী বলে জানা গেছে। আহত সঙ্গীকে কাছছাড়া করতে না চাওয়ায় অ্যাম্বুল্যান্সের পিছনে পিছনে দৌঁড়ে হাসপাতালে পৌঁছায় প্রাণীটি।
বর্তমানে আহত ঘোড়ার চিকিৎসা চলছে। তার সঙ্গীকেও রাখা হয়েছে হাসপাতাল চত্বরেই।