1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

কোভিড-সংক্রান্ত ফোন ডাটা সংগ্রহ বন্ধ

কোভিড-সংক্রান্ত ফোন ডাটা সংগ্রহ বন্ধ - the Bengali Times
ছবিভ্লাদিমির ফাদোতভ

কোভিড-১৯ মহামারিকালে ভ্রমণের ধরন জানতে চেয়ে মোবাইল ফোন থেকে করা কলের তথ্য সংগ্রহের পরিকল্পনা বন্ধের দাবি জানিয়েছে হাউজ অব কমন্স। মঙ্গলবার সরকারের প্রতি এ দাবি জানানো হয়। পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা এ তথ্য সংগ্রহের পরিকল্পনা করেছিল।

ফোন ডাটা সংগ্রহ সম্প্রসারণের পরিকল্পনা বাতিলের আহ্বান সম্বলিত একটি প্রস্তাব এমপিরা পাস করেছেন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের উদ্বেগের কারণে হাউজ অব কমন্সের এথিকস কমিটি প্রস্তাব আনে। কমিটির সব এমপি সর্বসম্মতিক্রমে প্রস্তাবের পক্ষে ভোট দেন। লিবারেল এমপিরাও এর পক্সে ভোট দেন। কিন্তু মঙ্গলবার যখন প্রস্তাবটি পুরো হাউজের সামনে আনা হয় তখন এর বিপক্ষে ভোট দেন লিবারেল এমপিরা।

- Advertisement -

প্রস্তাবে বলা হয়, মোবাইল ফোনের লোকেশন ডাটা সংগ্রহের ফলে কানাডিয়ানদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘণ হবে না মর্মে কমন্স এথিকস কমিটি প্রতিবেদন না দেওয়া পর্যন্ত এটি বর্ধিত করা উচিত নয়। কনজার্ভেটিভ,ব্লক কুইবেকোয়া এবং এনডিপি এতে সমর্থন দেয়।

পাসের পরও সরকার চাইলে প্রস্তাবটি উপেক্ষা করে পাবলিক হেলথ এজেন্সিকে তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে। তবে কনজার্ভেটিভ হাউজ লিডার ও এথিকস কমিটির চেয়ার জন ব্র্যাসার্ড এমপিদের ইচ্ছার প্রতি মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত দেশব্যাপী সেল টাওয়ারভিত্তিক অবস্থান যাচাইয়ে গত ডিসেম্বরে নতুন প্রস্তাব আহ্বান করে। এতে বলা হয়, উপাত্ত হতে হবে সঠিক, প্রবেশযোগ্য ও সময়ানুগ। পাশাপাশি ব্যক্তি গোপনীয়তা ও স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে। এছাড়া পরিচয় সনাক্তকারী যেকোনো তথ্যও বাদ দিতে হবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে পাবলিক হেলথ এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি তারা। তবে এর আগে তারা বলেছিল, ব্যক্তি গোপনীয়তার বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং এ নিয়ে নিজস্ব ব্যক্তি গোপনীয়তা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Related Articles

Latest Articles