9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সাবেক স্ত্রী সুবাহর বিরুদ্ধে ইলিয়াসের মামলা

সাবেক স্ত্রী সুবাহর বিরুদ্ধে ইলিয়াসের মামলা - the Bengali Times
গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ যখন তাঁরা ছিলেন স্বামী স্ত্রী

গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ গত বছরের ১ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন। তবে বিয়ের এক মাস না যেতেই সংসারে টানাপড়েন শুরু হয়। ফেসবুক লাইভে এসে ইলিয়াস সম্পর্কে একের পর এক অভিযোগ তোলেন সুবাহ। বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়।

ইলিয়াসের বিরুদ্ধে একাধিক মামলা করেন সুবাহ। তবে ইলিয়াস সেসব নিয়ে তখন কোনো মন্তব্য না করলেও এবার পাল্টা মামলা করেছেন সুবাহর নামে। ১৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি।

- Advertisement -

মামলায় ইলিয়াস উল্লেখ করেন, ‘আসামি শাহ হুমায়রা সুবাহ ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং এই গায়কের একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন। ’ ইলিয়াসের করা মামলাটির তদন্ত ভার পড়েছে পুুলিশ কর্মকর্তা সুব্রত দেবনাথের ওপর। তিনি বলেন, ‘মামলাটির তদন্ত চলছে। ইলিয়াস যে অভিযোগ করেছেন সেটি আমরা যাচাই-বাছাই করছি। তদন্ত শেষে বলতে পারব অভিযোগ কতটুকু সত্য। ’

তবে এ বিষয়ে ইলিয়াসকে ফোন দিলে তিনি মামলা করার কথা স্বীকার করেছেন। বলেন, ‘আমি পরিস্থিতির শিকার। এত দিন চুপ ছিলাম, ভেবেছিলাম সুবাহ তাঁর ভুল বুঝতে পারবে। আমার সম্মান নিয়ে খেলবে না। অথচ সেটা হলো না। আমাকে মামলা করতেই হলো। এখন প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তাঁরা আমাকে আশ্বাসও দিয়েছেন। আশা করছি, শিগগিরই নোংরা এই পরিস্থিতির অবসান ঘটবে। ’

- Advertisement -

Related Articles

Latest Articles