রুশ আগ্রাসনে ক্ষতবিক্ষত টেনিস তারকা এলিনা স্ভিতোলিনার মাতৃভূমি ইউক্রেন। আগ্রাসনের বিপক্ষে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এলিনা। শুধু তাই নয়, প্রতিবাদের পাশাপাশি যুদ্ধের বাইরে ‘আরেক যুদ্ধে’ রাশিয়াকে হারিয়েও দিয়েছেন তিনি!
মেক্সিকোর মন্তেরেতে এক টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন স্ভিতোলিনা। যেখানে তিনি মুখোমুখি হয়েছিলেন রুশ টেনিস তারকা আনাস্তাসিয়া পোটাপোভার। ৬৪ মিনিটের লড়াইয়ে পোটাপোভার বিপক্ষে ২-৬, ১-৬ গেমের দারুণ এক জয় তুলে নেন এলিনা।

এদিন, ইউক্রেনের জাতীয় পতাকার আদলে হলুদ রংয়ের টপ ও নীল রংয়ের শর্টস পরে কোর্টে নেমেছিলেন এই ইউক্রেনীয় টেনিস তারকা। ম্যাচের শুরু থেকেই রাশিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অতিরিক্ত আগ্রাসন নিয়ে খেলছিলেন এলিনা। এর ফলে দাপুটে এক জয় তুলে নেন তিনি।
ম্যাচের পর এলিনা জানান, ‘এটা আমার জন্য একটা বিশেষ ম্যাচ ছিল। মনটা ভালো ছিল না, তবে এখানে টেনিস খেলতে পেরে আমি গর্বিত। দেশের জন্য আমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ইউক্রেনে যা হচ্ছে তার বিরুদ্ধে গোটা টেনিস সম্প্রদায়কে এক করাই আমার কাজ।’