খুব বেশি প্রয়োজন না হলে অন্টারিওতে আগামী এক মাস লকডাউন বলবৎ থাকাকালে শিক্ষার্থীদের প্রতি কিংস্টনে না ফেরার আহ্বান জানিয়েছে কুইন’স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক শিক্ষার্থীসহ যারা ক্যাম্পাসে আসার পরিকল্পনা করছেন তাদেরকে পারলে যাত্রা বাতিল করার আহ্বান জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।
এছাড়া মেডিসিন, নার্সিং ও সরকার অনুমোদিত অন্যান্য স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ বাদে সশরীরে পাঠ গ্রহণও পিছিয়ে দেয়া হবে। গবেষকদেররও ক্যাম্পাসে না এসে বাড়িতে বসেই গবেষণাকাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কোভিড-১৯ এর সংক্রমণ কমাতে প্রদেশজুড়ে ২৮ দিনের লকডাউন ঘোষণা করেছে অন্টারিও সরকার। ২৬ ডিসেম্বর এ লকডাউন শুরু হয়েছে। আগামী ২৩ জানুয়ারি লকডাউনের মেয়াদ শেষ হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে বলা হয়েছে, লকডাউন চলাকালে লোকজনকে তাদের এলাকার বাইরে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড। প্রিমিয়ারের ঘোষণার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।