6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

পাপারাজ্জিদের সঙ্গে কেক কাটলেন জাহ্নবী

পাপারাজ্জিদের সঙ্গে কেক কাটলেন জাহ্নবী - the Bengali Times
জাহ্নবী কাপুর

পাপারাজ্জিদের সঙ্গে তারকাদের সম্পর্ক বেশিরভাগ সময়ই দা-কুমড়োর সম্পর্ক। তারকাদের ব্যক্তিগত নানা সময়ের ছবি ফাঁস করে তাদের চক্ষুশূল হন পাপারাজ্জিরা। তবে ব্যতিক্রম আছে। এই যেমন জাহ্নবী কাপুর।

নিজের জন্মদিন উপলক্ষে পাপারাজ্জিদের সঙ্গেই কেক কাটলেন তিনি। তাঁর জন্মদিন অবশ্য আগামীকাল। ৬ মার্চ পঁচিশে পা দেবেন অভিনেত্রী।

- Advertisement -

তবে সেদিন মুম্বাইয়ের বাইরে থাকতে পারেন তাই শুক্রবার রাতেই জাহ্নবীর জন্য কেক নিয়ে হাজির হন পাপারাজ্জিরা। জাহ্নবীও তাদের নিরাশ করেননি, কেক কাটেন।

সবাইকে ‌’সো সুইট’ বলে কৃতজ্ঞতাও জানান। এক আলোকচিত্রী তাকে মনে করিয়ে দেন এবার প্রথম নয়, গেল কয়েক বছর আগেও তাঁর জন্য কেক এনেছিলেন তারা। উত্তরে, জাহ্নবী বলেন তাঁর সবই মনে আছে।

সব সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া পছন্দ নয় অভিনেত্রীর। এজন্য তাদের ফাঁকি দিতে নানা বুদ্ধি করার কথা কিছুদিন আগেই ফাঁস করেছিলেন তিনি।

তবে ছবি নেওযার জন্য কখনও পাপারাজ্জিদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি তিনি। এক সাক্ষঅৎকারে বলেছিলেন, কেউ আহত নয়, পারতপক্ষে এমন কাজ না করতে।

মা না থাকলেও তাঁর এই কথা এখনো অক্ষরে অক্ষরে মেনে চলেন জাহ্নবী।

- Advertisement -

Related Articles

Latest Articles