
পানির নিছে একজন স্বাভাবিক মানুষ সর্বোচ্চ ১ মিনিট থাকতে পারেন! তবে পানির নিচে হেঁটে যাওয়ার দৃশ্য কখনো দেখেছেন? তাও আবার এক নিশ্বাসে ১০৭ মিটার অতিক্রম করা (৩৫১ ফুট ০ দশমিক ৫ ইঞ্চি)। বাস্তবে এমটাই করে বিশ্বরেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার ভিটোমির নামে এক যুবক।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পুরুষ ক্যাটাগরিতে এ রেকর্ডটি গড়েন তিনি।
তথ্যমতে, ভিটোমির নামে ওই যুবক গত বছরের ১৭ সেপ্টেম্বর থ্যালাসোথেরাপিয়া ওপাটিজার সুইমিং পুলে এই দুঃসাহসিক কাজটি করেন। রেকর্ডটি করতে ভিটোমির সময় লেগেছে ৩ মিনিট ৬ সেকেন্ড।
ভিটোমির একজন পেশাদার ফ্রিডাইভার। চার বছর আগে তিনি ফ্রিডাইভারিং শুরু করেন। এর আগে তিনি অন্যান্য খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন।
এর আগে ২০২০ সালে এই রেকর্ডটি করেছিলেন ক্রোয়েশিয়ার আরেক নাগরিক। ফ্রিডাইভার বরিস মিলোসিক ৯৬ মিটার (৩১৪ ফুট ১১ দশমিক ৫ ইঞ্চি) হেঁটেছিলেন।