
বিশ্ব নারী দিবস আজ। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি।
নারী দিবসে অভিনেত্রী পরীমণিকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী অভিনেতা শরীফুল রাজ। উভয়ের রোমান্টিক একটি ছবি শেয়ার করে সেখানে ইংরেজিতে লিখেছেন ক্যাপশন।
ক্যাপশনের অর্থ দাঁড়ায়, ‘সাহস ও সহনশীলতার সঙ্গে তুমি কঠিন ঠিন পরস্থিতির মুখোমুখি হয়েছো। সব দুঃখকে হৃদয়ে দুঃখ গোপন করে রেখে, ঠোঁটে হাসি নিয়ে তুমি সমস্যার সমাধান করেছ। সত্যিই তুমি একজন শক্তিশালী নারী। ’
পরীমণিকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে রাজ লিখেন, ‘নারীরা না থাকলে জীবন এতো সুন্দর ও আশীর্বাদময় হতো না। নারী দিবসের শুভেচ্ছা একজনকে জানাচ্ছি যে আমার জীবনকে তাৎপর্যময় করে তুলেছে, যে আমারই। ’
‘গুনিন’ ছবির শুটিং করতে গিয়ে ১৭ অক্টোবর পরীমণিকে বিয়ে করেন শরীফুল রাজ। তবে বিয়ের খবরের আগেই মা হতে যাওয়ার খবর দেন তারা।