11.8 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

চমক দিয়ে দল ঘোষণা করল ব্রাজিল

চমক দিয়ে দল ঘোষণা করল ব্রাজিল - the Bengali Times
ছবি সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য চমক দিয়ে দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি।

মার্টিনেলি আর্সেনালের হয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে দুটি দলের হয়ে ৭২ ম্যাচে ১৭ গোল তার।

- Advertisement -

বড় তারকাদের মধ্যে দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস ও লিভারপুলের রবার্তো ফিরমিনোর। দলে ফিরেছেন নেইমার। ফরোয়ার্ডে আরও আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এভারটনের রিচার্লিসন, আয়াক্সের অ্যান্তোনি ও লিডস ইউনাইটেডের রাফিনহা।

ব্রাজিল দল

গোলরক্ষক
অ্যালিসন, এডারসন ও ওয়েভারটন।

ডিফেন্ডার
দানিলো, দানি আলভেস, আলেক্স টেলেস, গুইলার্মো আরানা, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল ম্যাগালাস।

মিডফিল্ডার
ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেস ও ফিলিপে কৌতিনহো।

ফরোয়ার্ড
নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল মার্টিনেলি, অ্যান্তোনি ও রাফিনহা।

 

- Advertisement -

Related Articles

Latest Articles