16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

অভিনেত্রীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

অভিনেত্রীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গ্রেফতার ২ - the Bengali Times

প্রতীকী ছবি ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিনেত্রীর অভিযোগের পর এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। তাদের বিরুদ্ধে ওই অভিনেত্রীর বাড়ি থেকে স্বর্ণ ও নগদ অর্থ লুটের অভিযোগও আছে। খবর ইন্ডিয়া টুডের।

চেন্নাইয়ের ভালাসারভক্কম শহরে সম্প্রতি ঘটেছে এই ঘটনা। ভুক্তভোগী ওই তামিল অভিনেত্রী দীর্ঘদিন ধরেই পার্শ্ব চরিত্রে অভিনয় করে আসছিলেন। তিনি দক্ষিণী সিনেমার একজন পরিচিত মুখও।

- Advertisement -

নাম প্রকাশ না করার অনুরোধ করে ওই অভিনেত্রী পুলিশের কাছে অভিযোগ করেন, ঘটনার দিন রাতে মাস্কে মুখ ঢাকা অবস্থায় দু’জন তার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার হুমকি দেয় তারা। অভিনেত্রীকে বিবস্ত্র করে এর ভিডিও ধারণ করে ওই দুই দুষ্কৃতি। পরে তার ২৪ গ্রাম স্বর্ণ আর কিছু গুরুত্বপূর্ণ জিনিসও লুট করে নিয়ে যায়।

এরই মধ্যে সিসিটিভির ফুটেজের মাধ্যমে পুলিশ ওই দুই অপরাধীকে গ্রেফতার করেছে। অভিনেত্রী যদিও মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles