2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

লকডাউন থামাতে সহায়তা করবে ভ্যাকসিন পাসপোর্ট

লকডাউন থামাতে সহায়তা করবে ভ্যাকসিন পাসপোর্ট - the Bengali Times
ডিজিটাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট

টরন্টো রিজিয়ন বোর্ড অব ট্রেডও গত মাসে অন্টারিও সরকারের প্রতি অনাবশ্যক ব্যবসায়িক কর্মকান্ডে ভ্যাকসিন পাসপোর্ট ব্যবস্থা চালুর আহ্বান জানায়। সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান ডি সিলভা বলেন, ভ্যাকসিন নেওয়া না নেওয়া একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু বড় কোনো অনুষ্ঠানে ও ইনডোর ডাইনিংয়ে অংশ নিতে হলে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। কারণ, ছোট ব্যবসাগুলোর আরেকটি লকডাউনের ধাক্কা সামাল দেওয়ার মতো সামর্থ নেই।

এদিকে, প্রথম প্রদেশ হিসেবে কুইবেক যে ভ্যাকসিন পাসপোর্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে তার প্রতি সমর্থন রয়েছে কানাডার ব্যবসায়ী সম্প্রদায়ের। দ্য কানাডিয়ান চেম্বার অব কমার্স বলেছে, মহামারির ভবিষ্যৎ ঢেউয়ের কারণে আর্থিকভাবে বিপর্যয়কর লকডাউন থামাতে সহায়তা করবে ভ্যাকসিন পাসপোর্ট বা ডিজিটাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট। এর ফলে কম ঝুঁকিতে থাকা ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বাধাহীনভাবে চলাফেরা করতে পারবেন।

- Advertisement -

কুইবেক ভ্যাকসিন পাসপোর্ট চালুর ঘোষণা দেওয়ার আগে এক সাক্ষাৎকারে চেম্বারের প্রেসিডেন্ট পেরিন বিটি বলেন, এটা না হলে জনগণ জিম্মি হয়ে পড়বে। ১২ বছরের বেশি বয়সী ৮০ শতাংশ কানাডিয়ান এরই মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু হার্ড ইমিউনিটি অর্জনের জন্য তা যথেষ্ট নয়। কানাডার ব্যক্তিখাত বিচিত্র। কিন্তু একটা জায়গায় ব্যক্তিখাত একম এবং তা হলো আরেকটি লকডাউনের সামর্থ্য আমাদের নেই।

কুইবেকের যেসব স্থানে কোভিড-১৯ সংক্রমণের হার উচ্চ সেসব স্থানে অনাবশ্যক সেবা খাতে সেপ্টেম্বর থেকে বাসিন্দাদের ভ্যাকসিন গ্রহণের স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে বলে গত সপ্তাহে প্রদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগু বলেন, সংক্রমণ বাড়তে থাকায় কুইবেক চতুর্থ ঢেউয়ে প্রবেশ করতে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং আবারও লকডাউনে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।

যদিও সব প্রদেশ এর সঙ্গে একমত নয়। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বৃহস্পতিবারও বলেছেন, ভ্যাকসিন পাসপোর্ট ব্যবস্থা চালুর কোনো পরিকল্পনা প্রদেশের নেই। ভ্যাকসিন পাসপোর্টের ধারণা সমর্থন করেননি আলবার্টার প্রিমিয়ার জেসন কেনিও।

বিটি বলেন, ভ্যাকসিনেশনের হার বাড়ানোটা হবে সবচেয়ে আদর্শ। তবে ভ্যাকসিন সার্টিফিকেটও বড় কোনো সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি ছাড়াই ডেল্টা ভ্যারিয়েন্ট ও অন্যান্য সম্ভাব্য ভ্যারিয়েন্ট থেকে জনস্বাস্থ্যকে সুরক্ষা দেবে। ডেল্টা ও সম্ভাব্য অন্যান্য ভ্যারিয়েন্টের ঝুঁকি নিয়ন্ত্রণে এনে গণলকডাউন প্রতিরোধই চেম্বারের লক্ষ্য।

নিজে ভ্যাকসিন নেওয়ার কথা জানিয়ে বিটি বলেন, আমি পূর্ণ ডোজ ভ্যাকসিনই নিয়েছি। কিন্তু আমি যদি কোনো কনসার্টে যাই এবং জানতে পারি যে অন্যরাও ভ্যাকসিন নিয়েছেন তাহলে আমার মধ্যে অন্য রকম স্বস্তি কাজ করবে।

- Advertisement -

Related Articles

Latest Articles