
ডিজেলের বর্ধিত মূল্য চূড়ান্ত বিচারে খাদ্যের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ বর্ধিত করতে পারে, যা কানাডার মূল্যস্ফীতির দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। পট্রোলিয়াম শিল্পের একজন বিশ্লেষক অন্তত এমনটাই বলছেন।
রাশিয়ার ইউক্রেন হামলার সিদ্ধান্তের পর থেকে অন্টারিওতে গ্যাসোলিনের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার গ্রেটার টরন্টো এরিয়াতে লিটারপ্র্রতি জ¦ালানির দাম আরও ৭ সেন্ট বেড়ে গড়ে ১.৬৭ ডলারে দাঁড়িয়েছে।
ভু-রাজনৈতিক উত্তেজনার কারণে ডিজেলের মূল্যও রয়েছে উর্ধ্বমুখী এবং এ সপ্তাহে এখন পর্যন্ত ৫ সেন্ট বেড়েছে। বৃহস্পতিবার নাগাদ আরও ৭ সেন্ট বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কানাডিয়ান্স ফর অ্যাফোর্ডেবল এনার্জির প্রেসিডেন্ট ড্যান ম্যাটিগ বুধবার সিপি২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাজারে পণ্য পরিবহনের সব মাধ্যমই ডিজেলের ওপর নির্ভরশীল। এ কারণে সামনের সপ্তাহ বা মাসগুলোতে ভোক্তা পণ্যের মূল্যের ওপর এর প্রত্যক্ষ প্রভাব থাকবে।
মূলত ম্যাকটিগের পূর্বাভাস হলো, জ¦ালানির মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি এমন পর্যায়ে নিয়ে যাবে যা সম্ভবত আমরা আমাদের জীবদ্দশায় দেখিনি। তিনি বলেন, বাস্তবতা হলো ডিজেলের মূল্য গ্যাসোলিনের তুলনায় বেশি বাড়ছে। আমরা কেবল উচ্চ জ¦ালানি মূল্যই দেখছি না, বরং সব কিছুর খরচই দেখতে পাচ্ছি। আমি কৃষি অর্থনীতিবিদ নই। তারপরও বলতে পারি ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে খাদ্যের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এবং শস্য রোপনের মৌসুম আমাদের এখনও শুরু হয়নি।
ম্যাকটিগের ধারণা, সামনের সপ্তাহগুলোতে গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) গ্যাসের দাম লিটারপ্রতি ১ দশমিক ৯ ডলার এমনকি ২ ডলার স্পর্শ করতে পারে। কারণ, অবরোধ রাশিয়ার জ¦ালানি তেল রপ্তানির সক্ষমতা কমিয়ে দিয়েছে এবং অপরিশোধিত জ¦ালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের দিকে যাচ্ছে।
মূল্য চাপের কারণে অনেকে ফেডারেল সরকারের প্রতি ১ এপ্রিল থেকে পরিকল্পিত ১১ শতাংশ কার্বন ট্যাক্স কমানোর দাবি জানিয়েছে। ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউনও রয়েছেন তাদের মধ্যে।