
ব্র্যাম্পটনে এ মাসের শুরুর দিকে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি এক তরুণীকে গাড়িতে তোলার চেষ্টা করায় তার বিরুদ্বে অভিযোগ এনেছে পিল পুলিশ। ঘটনাটি ঘটে ১৪ ফেব্রুয়ারি ঠিক সকাল সাড়ে সাতটার পর চিঙ্গুয়াকোসি ও মেফিল্ড রোড এলাকায়।
পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী এক তরুণী তার স্কুল বাস যেখান থেকে তাকে তুলে নেয় সেদিকে হেটে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি এসইউভি তার দিকে এগিয়ে যায় এবং তাকে গাড়িতে ওঠার প্রস্তাব দেওয়া হয়। এসইউভিটি চালাচ্ছিলেন সুরেশ রতনানি নামে ব্র্যাম্পটনের এক বাসিন্দা, যার বয়স ৫৪ বছর। পুলিশ তার বিরুদ্ধে হয়রানির ফৌজদারি অভিযোগ এনেছে।
পুলিশের বিশ্বাস এ ধরনের আরও ভুক্তভোগী রয়েছেন এবং তাদেরকে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় ব্যবহৃত গাড়িটি ছিল ২০১৩ মডেলের নেভি ব্লু রঙের ল্রান্ড রোভার ফ্রিল্যান্ডার। পুলিশ বলছে, এ ধরনের ঘটনা ঘটার এটাই যে একমাত্র স্থান নয় সেটা বিবেচনায় নেওয়াটা জরুরি।