বেশ ফুরফুরে মেজাজে আছেন আলিয়া ভাট। ভাসছেন খুশির জোয়ারে। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে।
গাঙ্গুবাইয়ের এই সাফল্য নানাভাবে উদযাপ করছেন এই অভিনেনেত্রী। এদিকে সম্প্রতি আলিয়া ভাট সম্প্রতি সেলেব্রিটি স্টাইলিস্ট লক্ষ্মী লেহর ইনস্টাগ্রামে আলিয়া ভাটের ছবি আপলোড করেছেন। সেখানে এ নায়িকাকে গোলাপি লেহেঙ্গা পরা দেখা যাচ্ছে। এই পোশাকের দাম দুই লাখ ২২ হাজার রুপি, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ ৪৫ লাখ টাকার বেশি।