
নেপালের অনুদেবীর প্রেমে পড়েছিলেন বাংলাদেশের পলাশ। কিন্তু পলাশের সঙ্গে বিয়েতে আপত্তি জানায় অনুদেবীর পরিবার। সব বাধা কাটিয়ে অবশেষে অনুদেবী ও পলাশের চার হাত এক হলো। ১০ মার্চ ঢাকায় অনুদেবী ভুজেলের সাথে নিজের ভাই পলাশ পালের বিয়ে দেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
পলাশ পাল বলেন, ‘সিঙ্গাপুরের একটি প্রাইভেট কোম্পানিতে ছয় বছর ধরে চাকরি করছি। অনুদেবী সিঙ্গাপুরের আরেকটি প্রাইভেট কম্পানিতে চাকরি করত। সেখানেই আমাদের পরিচয়, পরিচয় থেকে প্রণয়। নেপালি, হিন্দি, বাংলাসহ আরও কয়েকটি ভাষায় কথা বলতে পারে অনুদেবী। তাই আমার পরিবারের সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারছে। ’
জানা গেছে, অনুদেবীর মা নেপালি হলেও বাবা ভারতীয়। বাবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ী। তবে অনুদেবীরা পরিবারসহ থাকেন নেপালে।
জ্যোতিকা জ্যোতি বলেন, ‘অনুদেবীর সঙ্গে পলাশের সম্পর্কের কথা আমরা আগেই জানতাম, সে বলেছে আমাদের। তাদের প্রেমের সফল পরিণয় ঘটাতে পেরে আমরা সবাই খুব আনন্দিত।’