২০১৮ সালে কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির শুভ সকালের একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এনআরবি শুভ সকালের নিয়মিত উপস্থাপিকা অজন্তা চৌধুরীর সাথে কথোপকথনে অত্যন্ত গুণী এই পরিচালক তাঁর নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের পেছনের গল্প বলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২০ মার্চ রবিবার রাত সাড়ে ৮টায় এনআরবি শুভসকালের বিশেষ পর্বটি পুন:প্রচার করা হবে।
চোখ রাখুন এনআরবি টিভির পর্দায়…প্রবাসে বাংলার মুখ…
বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান ও সঞ্চালক অজন্তা চৌধুরী
বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান স্মরণে ‘শুভ সকাল’ এর বিশেষ পর্বটি পুন:প্রচার করবে এনআরবি টিভি
- Advertisement -