
গত ২৫ আগস্ট কিল স্ট্রিট ও হিলারি এভিনিউ এলাকায় ৪১ বছর বয়সী নারী বর্ষা গাজুলার সুটকেসবন্দি মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃতীয় আরও একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার রাতে ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এ ঘটনায় বেশ কয়েকটি তল্লাশি পরোয়ানা বাস্তবায়ন করেছে পুলিশ। মরদেহের প্রতি অসম্মান দেখানোর ঘটনায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদের একজন হলেন ৩৫ বছর বয়সী আন্দ্রে বার্টলি।
আরেকজন হলেন ৫৭ বছর বয়সী ক্রিস্টোফার ডালি। দুজনকেই এ সপ্তাহে আদালতে তোলা হয়। এছাড়া ৩৭ বছর বয়সী টরন্টোর বাসিন্দা কারিতা জ্যাকসনকে হত্যাকান্ডে অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগে বর্তমানে তাকে খোঁজা হচ্ছে।