
আগামী ২২ সেপ্টেম্বর অন্টারিওতে ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালু হবে। সম্প্রতি একই পদক্ষেপের কথা ঘোষণা করেছে কুইবেক, ব্রিটিশ কলাম্বিয়া ও ম্যানিটোবা। এদিকে, কুইবেক ও অন্টারিও যে ভ্যাকসিন পাসপোর্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন প্রতি ১০ জনের ৮ জন অর্থাৎ ৮০ শতাংশ কানাডিয়ান। সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
লেজার পরিচালিত সমীক্ষায় অংশগ্রহণকারী ৫৬ শতাংশ কানাডিয়ান ইনডোরে বিশেষ করে বার, রেস্তোরাঁ, জিম, কনসার্ট হল ও উৎসবে প্রদেশের ভ্যাকসিন পাসপোর্ট চালুর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এ পদক্ষেপের প্রতি মোটামুটি সমর্থন রয়েছে সমীক্ষায় অংশগ্রহণকারী ২৫ শতাংশ কানাডিয়ানের। তবে ভ্যাকসিন পাসপোর্টের বিরোধিতা করেছেন ৭ শতাংশ কানাডিয়ান। আর কঠোর বিরোধিতা করেছেন সমীক্ষায় অংশগ্রহণকারী ১৩ শতাংশ কানাডিয়ান।
অন্টারিও ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়ার প্রাক্কালে ২৭ থেকে ২৯ আগস্ট ১৮ বছরের বেশি বয়সী ১ হাজার ৫৪৪ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি পরিচালনা করে লেজার।