
বইমেলায় পকেট মারতে গিয়ে গ্রেফতার সেই টালিউড অভিনেত্রী রূপা দত্ত অভিনেতা অঙ্কুশ হাজরার প্রথম ছবির নায়িকা।
আর রূপালি জগতে নিজের প্রথম নায়িকাকে নিয়েই রসিকতা করলেন অঙ্কুশ।
গত ১২ মার্চ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অভিনেত্রী রূপা দত্তকে হাতেনাতে গ্রেফতার করে সেখানে টহলরত পুলিশ। তার ব্যাগ থেকে উদ্ধার হয় বেশকিছু মানিব্যাগ ও ৭৫ হাজার রুপি।
ঘটনাটি গণমাধ্যমে এলে রীতিমতো শোরগোল পড়ে যায় টালিউডে। বিষয়টি জানতে পেরে হতবাক হন অঙ্কুশও।
পরে নিজের ইনস্টাগ্রামে রূপা দত্তকে নিয়ে বিদ্রুপাত্মক পোস্ট দেন তিনি।
রূপার বিপরীতে করা নিজের প্রথম ছবি ‘কেল্লাফতে’র একটি গানের ভিডিওক্লিপ পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘এখনো মনে আছে, প্রথম ছবির সময় আমার কাছে মানিব্যাগে রাখার মতো কোনো টাকাই ছিল না।’