9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মুখ থেকে মাছি বের করার মতো ফেলে দেব ওদের, পুতিনের হুঙ্কার

মুখ থেকে মাছি বের করার মতো ফেলে দেব ওদের, পুতিনের হুঙ্কার - the Bengali Times
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়াকে ‘জঞ্জাল’ মুক্ত করবেন বলে হুঙ্কার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক টেলি বার্তায় এই হুঙ্কার দিয়ে পুতিনকে তার স্বভাবসিদ্ধ শীতল কণ্ঠে বলতে শোনা গেল, রাশিয়া থেকে তিনি কিছু ময়লা এবং বিশ্বাসঘাতকদের বিদায় করতে চান।

- Advertisement -

পুতিন বলেছেন, “মুখে ভুল করে মাছি ঢুকে গেলে যেভাবে ফেলে দিই, ওদেরও ঠিক সেভাবেই বের করে ফেলে দিব।”

পুতিনের অভিযোগ, আমেরিকা এবং তার সহযোগীদের মদতে রাশিয়ায় থেকেই রাশিয়ার বিরুদ্ধে কাজ করছেন কেউ কেউ। তাদের ‘বিশ্বাসঘাতক’ এবং ‘দেশের জঞ্জাল’ বলে মন্তব্য করে পুতিন জানিয়েছেন, তিনি অবিলম্বে রাশিয়ার সাফাই অভিযানে নামবেন। পুতিন বলেছেন, এই দেশদ্রোহীদের সহজেই চেনা যাবে। আর যখন চেনা যাবে তখন মুখের ভিতর ঢুকে যাওয়া মাছির মতোই রাশিয়া ছুড়ে ফেলবে ওই বিশ্বাসঘাতকদের। বিষয়টিকে রাশিয়ার আত্মশোধনের প্রক্রিয়া বলেও ব্যাখ্যা করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, এই আত্মশোধনের মাধ্যমেই নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবে রাশিয়া।

উল্লেখ, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

- Advertisement -

Related Articles

Latest Articles