
বাসভর্তি মানুষ। তার মধ্যে দুই নারী এক যুবকের কলার ধরে আছেন। ওই যুবকের সঙ্গে চলছে বাগ্বিতণ্ডা, একপর্যায়ে ওই যুবককে মারতে থাকেন ওই নারী। কিন্তু বাকি যাত্রীরা ছিলেন চুপ। সম্প্রতি রাজধানীর শনির আখড়া থেকে কল্যাণপুর যাওয়ার সময় বাসে যৌন হয়রানির শিকার হন কলেজছাত্রী কাজী জেবুননেসা কামাল নেহা।
এ সময় ভুক্তভোগীর সঙ্গে ছিলেন তার মা হালিমা খাতুন। বাসে উপস্থিত কারও সাহায্য না পেয়ে প্রতিবাদ করেন নেহা। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছিল।
নারী ক্ষমতায়নের যুগে নারীদের এমন পরিস্থিতি নিয়ে কথা বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি । তিনি বলেছেন, ‘বিশ্বাস করো, এই বিচারটা সবসময় নগদে নিজেদেরই করতে হবে। বাকিরা সব এমন নীরব ভূমিকায় থাকে আজীবন!’ দেশের প্রতিটি নারীর প্রতি এই নায়িকার আহ্বান, ‘মেয়েরা শক্তিশালী হও।’
যৌন হয়রানির বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনিও সোচ্চার হয়েছিলেন। গত বছর রাজধানীর একটি ক্লাবে মধ্যরাতে ধর্ষণ ও হত্যার হুমকিতে পড়েন তিনি। ওই ঘটনার পর সরাসরি সংবাদ সম্মেলন করে বিচারের দাবি করেন পরীমনি। তারই পরিপ্রেক্ষিতে অভিযুক্তরা গ্রেফতারও হয়েছিল।