
বিশাল এক মধুচক্রের পর্দা ফাঁস করল ভারতের গোয়া পুলিশ। অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি গোয়ার পানাজিতে মধুচক্রটি চালাচ্ছিলেন। সেখান থেকে তিন নারীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন টিভি অভিনেত্রী। বিভিন্ন টেলিভিশন শোয়েও দেখা গেছে তাকে।
পুলিশের এক কর্মকর্তা জানান, তাদের টহলদারির সময় খবর আসে, হাফিজ সইদ বিলাল নামে ২৬ বছরের এক যুবক মধুচক্রের সঙ্গে জড়িত। এরপর পুলিশের পক্ষ থেকে একজন খদ্দের সেজে তার সঙ্গে যোগাযোগ করেন। ৫০ হাজার টাকার বিনিময়ে সাংগোলদার একটি অভিজাত হোটেলে তিন মহিলাকে পাঠাতে রাজি হন হাফিজ। সেই হোটেল থেকেই চক্রের মূলহোতাকে হাতেনাতে ধরা হয়।
জানা গেছে, গোয়ার পানাজিতে যারা অভিজাত হোটেলে থাকেন, তাদের কাছে এই মহিলাদের পাঠানো হতো। তাদের প্রত্যেকের বয়স ৩০-৪০ এর মধ্যে।
সূত্র: আনন্দবাজার