0.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

ফাইজারের উচ্চ রক্তচাপের ওষুধ অ্যাকিউরেটিক প্রত্যাহার

ফাইজারের উচ্চ রক্তচাপের ওষুধ অ্যাকিউরেটিক প্রত্যাহার
উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত প্রেসপিক্রপশন ওষুধ অ্যাকিউরেটিক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফাইজার কানাডা

উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত প্রেসপিক্রপশন ওষুধ অ্যাকিউরেটিক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফাইজার কানাডা। তবে চিকিৎসক বন্ধ করতে না বললে ওষুধটির সেবন অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কোম্পানি ও হেলথ কানাডা।
১০/১২.৫, ২০/১২.৫ এবং ২০/২৫ মিলিগ্রামের সব অ্যাকিউরেটিক ওষুধই প্রত্যাহারের আওতায় থাকবে। ফাইজার বলছে,

নাইট্রোসেমিনের গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি অপরিশোধিত হওয়ার কারণে প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘকাল এটি ব্যবহারের কারণে ক্যান্সারের ঝুঁকি দেখা দিতে পারে।

- Advertisement -

হেলথ কানাডা জানিয়েছে, গ্রহণযোগ্য মাত্রায় পরিশোধিত এই ধরনের ওষুধ কেউ ৭০ বছর ধরে দৈনিক একটি করে সেবল করলেও তার মধ্যে ক্যান্সার বাসা বাঁধার কোনো সম্ভাবনা নেই। চিকিৎসক অন্য কিছু না বলা পর্যন্ত জনগণ ওষুধটির সেবন অব্যাহত রাখতে পারেন। এর বিকল্প চিকিৎসার জন্য চিকিৎসকের শরনাপন্ন হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

স্মোকড ও কিউরড মিট, দুগ্ধজাত পণ্য, সবজি, খাবার পানি ও দূষিত বাতাসসহ বিভিন্ন ধরনের খাবারে স্বল্প মাত্রায় নাইট্রোসেমিনের উপস্থিতি পাওয়া গেছে।

উল্লেখ্য, অ্যাকিউরেটিক একটি প্রেসক্রিপশন ওষুধ, যা কুইনাপ্রিল, হাইড্রোক্লোরাইড ও হাইড্রোক্লোরোথিয়াডাইজের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এসব উপাদন রক্তচাপ কমিয়ে রাখে।

- Advertisement -

Related Articles

Latest Articles