2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করার দাবি

ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করার দাবি - the Bengali Times
হাউজের বিরোধীদলীয় নেতা পেগি স্যাটলার

প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ ককাসের সব সদস্য অবশ্যই যাতে ভ্যাকসিন নেন অথবা স্বাস্থ্যগত কারণে ভ্যাকসিন গ্রহণ থেকে অব্যাহতির প্রমাণপত্র দেখান সেই আহ্বান জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড।

এদিকে, প্রাদেশিক আইনসভায় প্রবেশের ক্ষেত্রে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে অন্টারিওর নিউ ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি)। হাউজের বিরোধীদলীয় নেতা পেগি স্যাটলার শুক্রবার এ ব্যাপারে এনডিপির অবস্থান তুলে ধরে অপরাপর পার্টির নেতাদের চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বলেন, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কুইন’স পার্কের জন্য ভিন্ন বার্তা থাকতে পারে না।

- Advertisement -

ভ্যাকসিন ডোজ পূর্ণ করেছেন অথবা স্বাস্থ্যগত কারণে ভ্যাকসিন নিতে পারেননি কেবলমাত্র তারাই যেনো আইনসভায় প্রবেশ করতে পারেন সে সংক্রান্ত নীতি চেয়ে সবাই যাতে স্পিকারের কাছে লেখা চিঠিতে স্বাক্ষর করেন সে আহ্বান রেখেছেন স্যাটলার। তিনি বলেন, ভ্যাকসিনেশনের পরিবর্তে পরীক্ষার নীতিকে অনুমোদন দেওয়ার সুযোগ নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles