
ফেডারেল কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন প্যাট্রিক ব্রাউন। অন্টারিওর ব্র্যাম্পটন থেকে ব্রাউন তার প্রচারণা শুরু করেন। ২০১৮ সাল থেকে তিনি ব্র্যাম্পটনের মেয়রের দায়িত্ব পালন করেন।
ব্র্যাম্পটনে ব্রাউনের রাজনৈতিক শিকড় অনেক গভীরে। কনজার্ভেটিভ পার্টি এটা ভালো করেই জানে যে, ব্র্যাম্পটন দেশের সেই অংশ সরকার গঠনের আশা থাকলে যেখানে জনসমর্থন বাড়ানো দরকার।
ব্রাউন সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালে অন্টারিওর প্রোগেসিভ কনজার্ভেটি নেতার পদ থেকে পদত্যাগ করতে হয় তাকে। একই বছর তিনি ব্র্যাম্পটনের মেয়রও নির্বাচিত হন।
ব্রাউন হলেন পঞ্চম প্রার্থী যিনি কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে শামিল হলেন। নেতৃত্বের দৌড়ে থাকা অন্যরা হলেন সাবেক ফেডারেল প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ নেতা জঁ চারেস্ট, অটোয়া এরিয়ার এমপিপ পিয়েরে পয়লিয়েভর, রুকি অন্টারিওর এমপি লেসলিন লুইস এবং অন্টারিওর স্বতন্ত্র এমপিপি রোমান বেবার। ১০ সেপ্টেম্বর তাদের নতুন নেতা নির্বাচন করবে কনজার্ভেটিভ পার্টি।