
নগদ ৮৪ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে লাইফমার্ক হেলথ কিনতে একটি চুক্তিতে পৌঁছানোর দাবি করেছে লবল কোম্পানিজ লিমিটেড। লাইফমার্ক আউডাক্স প্রাইভেট ইকুইটির মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যারা ফিজিওথেরাপি, ম্যাসাজ থেলাপি, অকুপেশনাল থেরাপি, চিরোপ্র্যাক্টিক, মানসিক স্বাস্থ্য ও অন্যান্য পুনর্বাসন সেবা দিয়ে থাকে। কানাডাজুড়ে এর ৩০০ এর বেশি ক্লিনিক রয়েছে।
শপার্স ড্রাগ মার্টের মূল প্রতিষ্ঠান হলো লবল। তারা বলছে, এই চুক্তি স্বাস্থ্য সেবা প্রদানকারী হিসেবে তাদের ব্যবসা বাড়াবে।
চুক্তি হলেও অধিগ্রহণের জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন ও অন্যান্য শর্তাদি পূরণের প্রয়োজন পড়বে। এসব কাজ শেষ হতে এ বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত লেগে যাবে।