
নিজেকে প্রকাশ্যে সমকামী বলে পরিচয় দেন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী আরিয়ানা ডিবোস। এবারের ৯৪তম অস্কারের মঞ্চে সেরা পার্শ্ব-অভিনেত্রী শাখার পুরস্কার পেলেন তিনি। এর মাধ্যমে প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের রেকর্ড গড়লেন আরিয়ানা।
স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’ ছবিতে আনিতা চরিত্রে অভিনয় করেন আরিয়ানা। এই চরিত্রের জন্যই সেরার পুরস্কার পান তিনি। রোববার তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের সেরা পার্শ্ব-অভিনেতা ড্যানিয়েল কালুইয়া।
১৯৬২ সালের অস্কারে ‘ওয়েস্ট সাইড স্টোরি’র আনিতা চরিত্রের জন্য রিটা মোরেনো সেরা পার্শ্ব অভিনেত্রী হন। স্টিভেন স্পিলবার্গের ছবিটি ওই চলচ্চিত্রেরই রিমেক।
এবারের অস্কারে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে ফেভারিট ছিলেন আরিয়ানা ডিবোস। বাফটা, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং ক্রিটিস চয়েস মুভি অ্যাওয়ার্ডস জিতে অন্যদের চেয়ে বেশ এগিয়ে ছিলেন। শেষমেশ তার হাতেই উঠলো অস্কারের ট্রফি।
প্রথমবার অস্কার মনোনয়ন পেয়েই পুরস্কারটি ঘরে নিলেন ৩১ বছর বয়সী আরিয়ানা।