7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

যৌনকর্মীরা না থাকলে সমাজে নারীরা নিরাপদে থাকত না : মিথিলা

যৌনকর্মীরা না থাকলে সমাজে নারীরা নিরাপদে থাকত না : মিথিলা - the Bengali Times
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি কলকাতার আলোচিত ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। এই সিরিজটি নিয়ে খানিকটা বিতর্ক প্রচলিত থাকলেও মিথিলার কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর।

তার ভাষ্যমতে, ‘আমি অন্তত এমন বলার কারণ খুঁজে পাইনি। সিরিজটি আলোচিত হতে পারে, কিন্তু সমালোচিত বা বিতর্কিত হওয়ার মতো কিছু চোখে পড়েনি। এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত যৌনকর্মীদের জীবন, যন্ত্রণা, লড়াই দেখানো হয়েছে, যা দেখানো উচিত। তারা তো এই সমাজেরই বাসিন্দা। তাহলে অকারণে বিতর্ক ছড়াবে কেন?’

- Advertisement -

মিথিলা বলেন, ‘গল্পটি শোনার পর আমার মধ্যে এক মুহূর্তের জন্য দ্বিধা বা জড়তা কাজ করেনি। এটি সমাজের এমন এক অবহেলিত গোষ্ঠীর গল্প, যাদের প্রতি মুহূর্তে আমরা সমাজচ্যুত করার চেষ্টা করি। সমাজের প্রতিটি পেশার মানুষের মতো তাদেরও অবদান আছে। যৌনকর্মীরা না থাকলে সমাজের নারীরা এত নিরাপদে থাকতে পারতেন না।’

তিনি যোগ করেন, ‘যৌনকর্মীদের জীবন সাধারণ মানুষ দেখবে না কেন? তাদের কষ্ট কেন আমরা বুঝব না? ওরা কেন আমাদের পাশে জায়গা পাবে না? কেউ সেটা দেখাতে বা বলতে চাইলেই সেই বিষয়কে বিতর্কিত তকমা দেব! সিরিজের বিষয়টি নিয়ে প্রশংসাসূচক আলোচনা হতেই পারে। সবার অভিনয় নিয়ে আলোচনাও হতে পারে। কিন্তু সমালোচনা কোনও মতেই নয়। এই সিরিজে যৌনপল্লির প্রকৃত চেহারা বা পরিবেশটাই দেখিয়েছেন দেবালয়। এখানে জৌলুসের কোনো জায়গা নেই।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles