
বলিউড বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তার সঙ্গে দেখা করতে ‘মান্নাত’-এ যান সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী বাদের বিন ফারহান আল সৌদ। কিং খানের সঙ্গে তোলা ছবি উচ্ছ্বাসের সঙ্গে শেয়ারও করেছেন ওই মন্ত্রী।
ক্যাপশনে লিখেছেন, ‘বলিউড সুপারস্টারদের সঙ্গে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা, চলচ্চিত্রের সুন্দর জগৎ নিয়ে আলাপচারিতা করতে পেরে আমি আনন্দিত।’
এদিকে সৌদির মন্ত্রীর সঙ্গে দেখা করতে ‘মান্নাত’-এ হাজির হয়েছিলেন বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার ও সাইফ আলি খান। মন্ত্রীর সঙ্গে তোলা তাদের ছবিও নেটমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তবে মন্ত্রী বাদে তারকাদের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।
এদিকে সৌদি আরবের রেড সি ফিল্ম-ফেস্টিভ্যালের চেয়ারম্যান আল তুর্কিকে ‘মান্নাত’-এ আমন্ত্রণ জানান শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় আল তুর্কি একটি সেলফি পোস্ট করেছেন। ছবিতে শাহরুখকে দেখা গেল সাদা টি-শার্ট আর নীল ডেনিমে। অন্যদিকে আল তুর্কি পরেছিলেন কালো পোশাক।
ছবিটি পোস্ট করে আল তুর্কি লেখেন, ‘ভারত থেকে রমজানের শুভেচ্ছা, আমার ভাই শাহরুখের সঙ্গে’। নিজের ওই পোস্টের লোকেশনে মান্নাতকে ট্যাগ করেছেন তিনি।