
সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর সাবা আজদের প্রেমে মজেছেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন। নিয়মিত তাদের ডেটিংয়ের গুঞ্জনও বলিউডে চর্চিত। সম্প্রতি তাদেরকে একটি রেস্টুরেন্ট থেকে হাত ধরে বের হতে দেখা গেছে। শুধু তা নয়, সোশ্যাল মিডিয়াতেও তাদেরকে একজন আরেকজনের পোস্টে কমেন্ট করতেও দেখা যায়।
শনিবারে হৃতিক ইন্সটাগ্রামে নিজের বর্তমান লুকের একটি ছবি পোস্ট করেন। কালো দাড়ি ও টিশার্টের সাথে সানিসের সানগ্লাসে নিজেকে প্রকাশ করেছেন হৃতিক। ভক্তদের ছবিটিতেই মনোযোগ ছিলো। কিন্তু ছবিটির নীচে যখন সাবা আজাদ কমেন্ট করেন তখন সবার মনোযোগ চলে যায় সাবা আজাদের দিকে।
হৃতিকতার ছবিতে ক্যাপশন দিয়েছেন, ‘চ্যানেলিং দ্যা ইনার ভেদা।’
ছবি আপলোডের কিছুক্ষণে পরই সাবা কমেন্টে লিখেন, ‘হোয়াই হ্যালো’। সাথে যুক্ত করে কালো রঙের একটি লাভ ইমোজি ।
এনডিটিভি জানায়, শুধু সাবা আজাদই নন। হৃতিকও নিয়মিত কমেন্ট করেন সাবা আজদের পোস্টে। সাবা আজাদ তার ইন্সটাগ্রাম স্টোরিতে পুনেতে তার শো-এর আগের মুহূর্তের একটি ছবি আপলোড করলে হৃতিক সেই স্টোরিটি পুনরায় শেয়ার দেয়। সেখানে তিনি লেখেন, ‘চমৎকার, তুমি একজন অসাধারণ মেয়ে। আমিও যদি এখন পুনেতে থাকতে পারতাম!’