আলবার্টায় সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচের বিধান রেখে নির্বাচনী আচরণ বিধিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন বছরে বিভিন্ন বিষয়ের ওপর কানাডায় যে নতুন নীতিমালা আসছে তার মধ্যে এটিও একটি।
এছাড়া কুইবেকে অভিবাসন নীতিতে বড় ধরণের পরিবর্তন আসছে। এছাড়া ১ মার্চ থেকে পরিবেশ আইন কার্যকর হবে ব্রিটিশ কলোম্বিয়ায়। ন্যূনতম মজুরী বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো, করোনারভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন ইস্যুতে নতুন নীতিমালা আসছে কানাডায়।
পরিস্থিতি অনুযায়ী সময় উপযোগী করতেই এসব নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল সরকার।