
চলতি বছরের মার্চে কানাডায় গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে ডেসরোসিয়ার্স অটোমোটিভ কনসাল্ট্যান্টস (ডিএসি)। যদিও বসন্তে গাড়ি বিক্রি বৃদ্ধির আশা করেছিলেন শিল্প সংশ্লিষ্টরা।
পরামর্শক প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, মার্চে ১ লাখ ৪০ হাজার ৪৬০টি নুতন হাল্কা যানবাহন বিক্রি হয়েছে, ২০২১ সালের একই মাসের তুলনায় যা কম। তবে গত ফেব্রুয়ারিতে বিক্রি হওয়ার গাড়ির তুলনায় সংখ্যাটি এক লাখ বেশি। চলতি বছরের প্রথম প্রান্তিক হাল্কা যান বিক্রি হয়েছে মোট ৩ লাখ ৩০ হাজার, যা ২০২১ সালের একই প্রান্তিকে বিক্রি হয়েছিল যেখানে ৩ লাখ ৭৮ হাজার ৭০০টি গাড়ি।
ডেসরোসিয়ের্সের ব্যবস্থাপনা অংশীদার এন্ড্রু কিং বলেন, মার্চে বিক্রি হ্রাস অনেকটা অপ্রত্যাশিত। কারণ, ২০২১ সালের মার্চের বিক্রি ভালো ছিল।
সেমিকন্ডাক্টর সংকট শুরু হওয়ার আগে এটা ছিল মাসভিত্তিক সর্বশেষ শক্তিশালী বিক্রি। এরপর থেকে সরবরাহ সংকটে আছে শিল্পটি। ২০২২ সালে বিলাসবহুল গাড়ির বাজারে ভালো কিছু দিকও রয়েছে। প্রান্তিকটিতে পোরশে ব্র্যান্ডের বিক্রি বেড়েছে ২৮ দশমিক ৬ শতাংশ। একইভাবে লেক্সাস ও অউডির বিক্রি বেড়েছে যথাক্রমে ৫ দশমিক ৭ ও ৪ দশমিক ৮ শতাংশ।