13 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

প্রবাসি কথা সাহিত্যিক সামছুদ্দীন মাহমুদের “অঝোর প্রেমের গল্প” এর প্রকাশনা উৎসব

প্রবাসি কথা সাহিত্যিক সামছুদ্দীন মাহমুদের “অঝোর প্রেমের গল্প” এর প্রকাশনা উৎসব - the Bengali Times
ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে প্রকাশনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ

কথাসাহিত্যিক সামছুদ্দীন মাহমুদের ২০২২ একুশের বইমেলায় প্রকাশিত গল্পগ্রন্থ “অঝোর প্রেমের গল্প” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে গত ২১ মার্চ। প্রকাশনা সংস্থা স্বদেশ শৈলীর ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট লেখক ও অনুবাদক অনন্ত উজ্জল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ এবং বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত লেখক ডাঃ মোহিত কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সমালোচক রেজা ঘটক, বিশিষ্ট লেখক ও অভিনেতা কচি খন্দকার, বিশিষ্ট সাহিত্যিক ও কবি প্রত্যয় জসিম।

লেখক সামছুদ্দীন মাহমুদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে খুব স্বল্প সময়ে অনুষ্ঠানের আয়োজন করার জন্য স্বদেশ শৈলী বিশেষ করে এর প্রকাশক এন্থনী গোমেজ ও অনন্ত উজ্জলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে সকলের সমালোচনা মাথায় নিয়ে ভবিষ্যতে আরো অধিক হারে লেখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সুদুর ওয়াশিংটন থেকে আগত তার স্ত্রী স্যাম রিয়া ও কন্য সামায়লা মাহমুদ এর প্রতি কৃতজ্ঞতা জানান।

- Advertisement -

Related Articles

Latest Articles