ফোর্বস ম্যাগাজিনে ধনীদের তালিকায় শীর্ষে আছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক ইলন মাস্ক।
তার সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। এবারও সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রে। অন্যদিকে ধনী কমেছে চীন ও রাশিয়ায়।
এবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। তিনি ১৭১ বিলিয়ন ডলারের মালিক। খবর দ্য বিসনেস স্ট্যানডার্ডের।
এবারের তালিকায় স্থান পেয়েছে বিশ্বের শীর্ষ দুই হাজার ৬৬৮ বিলিয়নিয়ার। ধনীদের নতুন তালিকায় যুক্ত হয়েছে ২৩৬ জন বিলিয়নিয়ার।
তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ ১২.৭ ট্রিলিয়ন ডলার, যা ২০২১ সালের তুলনায় ৪০০ বিলিয়ন ডলার কম। যদিও গত বছর থেকে সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রায় ১ হাজার বিলিয়নিয়ারের।
এ বছরও সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রে। ৪.৭ ট্রিলিয়ন ডলারের মালিক যুক্তরাষ্ট্রের ৭৩৫ বিলিয়নিয়ার। এরপরই সবচেয়ে বেশি বিলিয়নিয়ার চীনের। ২.৩ ট্রিলিয়ন ডলারের মালিক চীনের ৬০৭ জন বিলিয়নিয়ার।
এবার ধনীদের তালিকায় সংখ্যা কমেছে রাশিয়া ও চীনের। গত বছরের তুলনায় রাশিয়ায় বিলিয়নিয়ার কমেছে ৩৪ জন এবং চীনে কমেছে ৮৭ জন।