
টোকিও অলিম্পিকে সাঁতারে কানাডাকে প্রথম স্বর্ণ উপহার মার্গারেট ম্যাকনেইল। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জিতেছেন তিনি। সোমবার টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে দুর্দান্ত লড়াইয়ে ৫৫ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তিনি। চলতি আসরে তাঁর হাত ধরেই প্রথম স্বর্ণ পদক জেতে কানাডা।
এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন চীনের ঝ্যাং উফেই। ৫৫ দশমকি ৬৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন তিনি তিনি। ৫৫ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন।