0.2 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

কুমিল্লায় সাংবাদিক হত্যা : ৪ জন গ্রেপ্তার

কুমিল্লায় সাংবাদিক হত্যা : ৪ জন গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারির গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা সদর সার্কেল এএসপি সোহান সরকার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন এজাহার নামীয় ও দুজন অজ্ঞাতনামা আসামি।

গ্রেপ্তারকৃত এজহার নামীয় আসামিরা হলেন মোঃ ফরহাদ মৃধা (৩৮) ও মোঃ পলাশ মিয়া (৩৪)।

কুমিল্লা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর মা নাজমা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার ৩ জন নামীয় ও অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি মো. রাজু (২৪)কে মামলায় প্রধান আসামি করা হয়েছে।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

Related Articles

Latest Articles