-2 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

এক বার্গারের দাম ২১ লাখ টাকা!

এক বার্গারের দাম ২১ লাখ টাকা!
ফাইল ছবি

বার্গার অনেকেরই পছন্দের। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই ফাস্টফুডটি অত্যন্ত জনপ্রিয়।

বিভিন্ন রেস্টেুরেন্ট দোকানে বার্গার পাওয়া যায়। দোকানভেদে এর দামও বিভিন্ন। কিন্তু তাই বলে কোনো বার্গারের দাম ২১ লাখ টাকা এটা কী ভাবা যায়? দামটি অবিশ্বাস্য লাগলেও বিশ্বের সবচেয়ে দামি বার্গারের দাম ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই বার্গারের দাম দাঁড়ায় ২১ লাখ টাকা। এটি যুক্তরাষ্ট্রের একটি বেসবল দলের পক্ষ থেকে বের করা হয়েছে।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বেসবল যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা আর এই খেলার বেশ পরিচিত এক দল আটলান্টা ব্রেভস। সম্প্রতি ‘ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতা উপলক্ষে তারা এই বিশেষ বার্গারটি বানিয়েছে ভক্তদের জন্য। নাম রাখা হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বার্গার’। দলের স্মারক হিসেবে একটি ওয়ার্ল্ড সিরিজ নামাঙ্কিত আংটি ও এই বার্গারটি একসঙ্গে বিক্রি করা হচ্ছে ২৫ হাজার ডলারে।

কী এমন বিশেষত্ব আছে ওই বার্গারে যার কারণে এটি এত দামি? শোনা যাচ্ছে, এই বার্গারে থাকছে বিশ্বের ২২৭ গ্রাম ওয়াগু মাংস। এটি পৃথিবীর সবচেয়ে দামি গরুর মাংস। সঙ্গে থাকছে ব্রিয়শ নামক এক বিশেষ ধরনের পাউরুটি। এ ছাড়াও এতে রয়েছে প্যান ফ্রায়েড ডিম, লবস্টারের ভাজা লেজ ও ফোয়া গ্রা নামক এক খাবার। এই ফোয়া গ্রা নামক খাবারটি ফ্রান্সে এক ধরনের বিশেষ হাঁসের কলিজা থেকে তৈরি হয়। এছাড়াও এতে রয়েছে হরেক রকমের চিজ ও সস।

 

- Advertisement -

Related Articles

Latest Articles