6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

খোলামেলা পোশাক পরে ট্রলের শিকার নোরা

খোলামেলা পোশাক পরে ট্রলের শিকার নোরা - the Bengali Times
ছবি সংগৃহীত

তারকাদের নিয়ে ট্রল করা নতুন কোনো বিষয় না। যত দিন যাচ্ছে ততই সামাজিক যোগাযোগমাধ্যমে এর সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে সবাই যে ট্রল করলে চুপ করে বসে থাকে বিষয়টি এমন নয়। অনেকে মুখের ওপরেই দিয়ে ফেলেন এর পাল্টা জবাব।

এবার সেই ট্রলের খাতায় নাম উঠলো বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি।

- Advertisement -

সম্প্রতি ডান্স দিওয়ানে জুনিয়র্সের সেট থেকে পাপ্পারাজির করা নোরা ফাতেহির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে দেখা গেছে কালো পোশাকে; যা তার শরীর আলিঙ্গন করে রেখেছে। এটি একটি গভীর নিমজ্জিত নেকলাইনের সঙ্গে ঝলমলে কালো কাপড়।

এই পোশাকের কারণেই ঘটে বিপত্তি। একটি রিয়েলিটি শো বিচার করার জন্য নোরা ফাতেহির পরিহিত পোশাকটি দেখে মুগ্ধ হননি নেটিজেনরা। উল্টো ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী।

সেই ভিডিওতে নানা মানুষ বাজে মন্তব্য করেছেন। যদিও এতে নোরা ফাতেহি এখনও মুখ খোলেননি। এর আগেও বলিউডের অনেক তারকা প্রায় সময়ই ট্রলের শিকার হয়েছেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles