8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘ঝামেলা’ ছিল ; তাই বাবা হওয়া নিয়ে নাসিরের লুকোচুরি

‘ঝামেলা’ ছিল ; তাই বাবা হওয়া নিয়ে নাসিরের লুকোচুরি - the Bengali Times
ছবি নাসির হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেইজ

ক্রিকেটার নাসির হোসেনের বাবা হওয়ার সংবাদে মিডিয়া সয়লাব। এ বিষয়ে নাসিরের সঙ্গে সংবাদকর্মীরা যোগাযোগ করলে প্রথমে নাসির অস্বীকার করেন। পরে তিনিই আবার জানান, তাদের ঘরে এসেছে নতুন অতিথি। কোনো ঝামেলার কারণে তারা এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন এবং অস্বীকারও করেন।

বাবা হওয়ার বিষয়ে আজ সোমবার রাত ১০টার দিকে নাসির গণমাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, গত ৮ এপ্রিল আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। একটু ঝামেলা ছিল, তাই কিছুদিন গোপন রেখেছিলাম। বাচ্চা এবং বাচ্চার মা উভয়েই সুস্থ আছে। ‘

- Advertisement -

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মি আর নাসির হোসেনের বিয়ে হয়েছিল। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা। কয়েকমাস আগে জানা যায়, নাসির দম্পতির ঘরে আসছে নতুন অতিথি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles