
বলিউড কিং খান শাহরুখ কাজ চাইলেন পরিচালকের কাছে। পাঠান সিনেমার পর ছুঁটে গেলেন পরিচালক রাজকুমার হিরানির কাছে। পিঠে ব্যাগ নিয়ে ‘পিকে’ ও ‘মুন্না ভাই’র পোস্টার দেখে পরিচালককে কী প্রশ্ন করলেন শাহরুখ?
এক ভিডিওতে, রাজকুমার হিরানি এবং এসআরকে একটি মজার আড্ডায় লিপ্ত হতে দেখা গেছে। কিং খানকে আগের আইকনিক ছবি যেমন ‘সঞ্জু’, ‘পিকে’ এবং অন্যান্য সম্পর্কে কথা বলতে দেখা যায়। এসআরকে পরিচালক হিরানির কাছে জানতে চাইলেন যে, তার জন্য কোনো স্ক্রিপ্ট আছে কি না। প্রশ্ন করলেন ‘আমিরের জন্য পিকে, রণবীরের জন্য সঞ্জু আর সঞ্জয় দত্তের জন্য মুন্না ভাই, আমার জন্য কি কোনো স্ক্রিপ্ট আছে?’
উত্তরে পরিচালক বলেন, আছে একটি স্ক্রিপ্ট, সেখানে কমেডি, আবেগ, অল্প রোম্যান্সও রয়েছে। তখনি শাহরুখ বলে উঠেন, প্রয়োজনে তিনি হাতই কেটে ফেলবেন। ঠিক এভাবে শাহরুখ খান এবং রাজকুমার হিরানি সোশ্যাল মিডিয়ায় মজার ছলে এক ভিডিওতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তাদের পরবর্তী প্রজেক্ট ‘ডানকি’র।
‘ডানকি’ ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাপসী পান্নু। গত কয়েকদিন ধরেই চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি ও শাহরুখ খানের ছবি নিয়ে নানা ধরনের খবর ভেসে আসছিল।
এবার সিনেমার খবরটি নিশ্চিত করে, রাজকুমার হিরানি নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, ‘শাহরুখ খান সবসময়ই আমার পছন্দের তালিকায় ছিলেন এবং আমরা অবশেষে ‘ডানকি’ ছবিতে একসাথে কাজ করার সুযোগ পেয়েছি।’
ভারতীয় সিনেমায় এই প্রথম একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউডের এই দুই বড় তারকা। ‘ডানকি’ সিনেমার ঘোষণার পাশাপাশি, নির্মাতারা একটি ভিডিও শেয়ার করে এর মুক্তির তারিখও ঘোষণা করেছেন। ২০২৩ সালের ২২শে ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
এদিকে শাহরুখ সোশ্যাল মিডিয়ায় লিখেন ‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লজ বেরোলেন। আপনি শুরু করুন, আমি সময় মতো পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থেকে যাব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ এবং উত্তেজিত। ২০২৩ সালের ২২ ডিসেম্বর সিনেমাহলে আপনাদের সকলের জন্য আসছে- ডানকি।’
এদিকে নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ‘ডানকি’র ভিডিও। শিগগিরই শুটিং শুরু হবে ছবিটির।