
দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬ সালে যে যার পথ আলাদা করে নিয়েছিলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। ভক্তরা ভেঙে পড়লেও আবার পরবর্তী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন তার। ক্যাটরিনা এখন ভিকি কৌশলকে নিয়ে সুখী। আর রণবীর সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।
তবে একটা বিষয় নিয়ে আজও চর্চা হয়। আলিয়া ভাটের চাচাতো ভাই ইমরান হাসমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন, রণবীরকে ছেড়ে আসার জন্য। করন জোহরের এক চ্যাট শোতে ইমরানকে বলা হয়েছিল, রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? তখন ‘মার্ডার’ এর নায়ক রণবীরকে পরামর্শ দেন, ‘নারীদের নিয়ে খেলা বন্ধ করো।’ আর ক্যাটরিনার উদ্দেশে তিনি বলেন, ‘রণবীরকে ছাড়ো।’
রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‘জগ্গা জাসুস’-এ। তারপরই দুজনের পথ আলাদা হয়ে যায়। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর ও ক্যাট।