
শ্রীচিন্ময় নিয়ে আমার আগ্রহের কথা জেনে প্যাট্রিশিয়া ক্যাসে আমাদের ঘরে এসেছিলেন। ১৯৭৫ সাল থেকে তিনি শ্রীচিন্ময়ের শিষ্যা। গুরু তাঁর নাম রেখেছিলেন কৌশল্যা। প্রথম ফোনের দিনে তো কিছুতেই কানাডীয় এই নারীর উচ্চারণে কৌশল্যা শব্দটি বুঝতে পারছিলাম না। শেষে বললেন, মাদার অব লর্ড রামা।
তাঁকে আমি দিদি বলি। ভারতীয় দর্শনের প্রতি তাঁর আগ্রহ, অন্যকে সহযোগিতায় তাঁর ইতিবাচক মনোভাব এবং নিরহংকারী প্রীতিপূর্ণ আচরণ আমাকে মুগ্ধ করে।
আমার এমনই সৌভাগ্য, ঠিক যখন আমি শ্রীচিন্ময় নিয়ে মনোনিবেশ করছি, কৌশল্যাদিদি কত কত বইপত্র এবং আরও কতকিছু নিয়ে আমার ঘরেই চলে এলেন।
রাম নবমীতে ভগবান রামের প্রতি সহস্র প্রণাম। কৌশল্যাদিদিকেও জানাই আন্তরিক শ্রদ্ধা।