14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

চাকরি না পেয়ে কলেজের সামনে চায়ের দোকান দিলেন তরুণী

চাকরি না পেয়ে কলেজের সামনে চায়ের দোকান দিলেন তরুণী - the Bengali Times
চায়ের দোকানে প্রিয়াঙ্কা গুপ্তা

প্রিয়াঙ্কা গুপ্তা অর্থনীতি নিয়ে গ্র্যাজুয়েশন করেন ২০১৯ সালে। এরপর পরিবারের হাল ধরতে খুঁজতে থাকেন চাকরি। কিন্তু দুই বছর চেষ্টা করেও চাকরি মেলেনি। তাই বাধ্য হয়ে ভারতের বিহারে একটি মহিলা কলেজের সামনে চায়ের দোকান দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে ওই তরুণী কোন প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করেছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। চায়ের দোকান দেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আসেন প্রিয়াঙ্কা।

- Advertisement -

প্রিয়াঙ্কা বলেন, ‘এমবিএ চায়ে ওয়ালা ইন্ডিয়া’ ওরফে প্রফুল্ল বিল্লোরের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে চায়ের দোকান দেওয়ার কথা মাথায় আসে তার। সেই ভাবনা থেকেই খুলে বসেন চায়ের দোকান।

ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন ‘আমি ২০১৯ সালে গ্র্যাজুয়েশন শেষ করি। কিন্তু গত ২ বছরে অনেক চেষ্টা করেও চাকরি জোটেনি। আমার মতো অনেকেই সংসারে হাল ধরতে নানা পেশাকে বেছে নিয়েছে। তাহলে আমি কেন চায়ের দোকান চালাতে পারি না?’

 

- Advertisement -

Related Articles

Latest Articles