11.8 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

‘নয়া দামান’র পর ‘সিলেটি ফুরি’

‘নয়া দামান’র পর ‘সিলেটি ফুরি’ - the Bengali Times
কণ্ঠশিল্পী তশিবা বেগম

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গানগুলোর একটি ‘আইলারে নয়া দামান’। প্রবাসী মিউজিশিয়ান মুজার সহায়তায় শখের বসে গানটি কণ্ঠে দিয়ে প্রশংসিত হন গায়িকা তশিবা। এবার এই শিল্পী নিয়ে আসলো তার নতুন গান। নাম ‘সিলেটি ফুরি’।

তশিবার নতুন এই গানের কথা লিখেছেন নির্মল দাস। সুর করেছেন পাগল হাসান এবং সংগীতে ছিলেন আকাশ মাহমুদ। গতকাল মঙ্গলবার গানটির ভিডিও প্রকাশ হয় টিআর মিউজিক স্টেশনে। এর ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। আর গানের ভিডিওতে শিল্পীর পাশাপাশি পর্দায় আসেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা এবং আশিক তালুকদার।

- Advertisement -

কণ্ঠশিল্পী তশিবা বলেন, ‘একজন সিলেটি মেয়ে হয়ে “সিলেটি ফুরি” শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথা, সুর এবং অসাধারণ মিউজিক সব মিলিয়ে গানটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’

গানটির গীতিকার নির্মল দাস বলেন, ‘সিলেটের সন্তান হিসেবে সিলেটের আঞ্চলিক ভাষায় গানটি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles