14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ভ্যাকসিনে ‘ম্যাচ অ্যান্ড মিক্স’র পরিকল্পনা

ভ্যাকসিনে ‘ম্যাচ অ্যান্ড মিক্স’র পরিকল্পনা - the Bengali Times
ছবি দ্য গ্লোবাল এন্ড মেইল এর সৌজন্যে

অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের জন্য কানাডা চুক্তি করেছিল অ্যাস্ট্রেজেনেকার সাথে। অ্যাস্ট্রেজেনেকার আমেরিকান ফ্যাক্টরি থেকে কানাডায় ভ্যাকসিন আসার কথা। এর মাঝে অবশ্য সরকার ভারতের সেরাম থেকে বেশকিছু ভ্যাকসিন এনেছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন কানাডা কবে পাবে-তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে প্রথম ডোজ যাদের অ্যাস্ট্রেজেনেকা দেওয়া হয়েছিল তাদের দ্বিতীয় ডোজ অন্য কোনো ভ্যাকসিনের কথা চিন্তা করা হচ্ছে।

কুইবেকের পর অন্টারিও এখন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ‘ম্যাচ অ্যান্ড মিক্স’র পরিকল্পনা করছে। মূলত অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের সরবরাহের অনিশ্চয়তার কারনেই বিকল্প এই ভাবনা ভাবতে হচ্ছে বলে সরকারিভাবেই জানানো হয়েছে।

- Advertisement -

ভ্যাকসিনের ’ম্যাচ অ্যান্ড মিক্স’ নিয়ে যুক্তরাজ্যে বড় ধরনের গবেষণার ফলাফলের দিকেও তাকিয়ে আছে কানাডা। এই সপ্তাহে তাদের ফলাফল ঘোষণা হওয়ার কথা। একইসঙ্গে ফেডারেল ইমিউনাইজেশন প্যানেলের মতামতের অপেক্ষা করছে অন্টারিও।

- Advertisement -

Related Articles

Latest Articles