
আজ ০১ মে ২০২২, রোববার। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সে সব ইতিহাস। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
০১ মে: ইতিহাসের পাতায় নানা ঘটনা
লাইফস্টাইল ডেস্ক
ঘটনাবলি:
১৮০১- ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়।
১৮৩৪- যুক্তরাজ্য তার উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল করে।
১৮৪০- যুক্তরাজ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পেছনে আঠাযুক্ত ডাকটিকিট চালু করে, যার নাম পেনি ব্ল্যাক।
১৮৮৫- ব্যবসার জন্য মূল শিকাগো বোর্ড অফ ট্রেড বিল্ডিং খুলে দেওয়া হয়।
১৮৮৪- আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়।
১৮৮৬- দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৫০ হাজার শ্রমিকের বিক্ষোভ মিছিল হয়। পুলিশের গুলিতে বহু শ্রমিক আহত হন।
১৮৯০- আন্তর্জাতিক মে দিবস পালন শুরু।
১৯০০- ইউটা’র স্কোফিল্ডে স্কোফিল্ড খনি দুর্ঘটনা সংঘটিত হয় এবং ২০০-এর বেশি মানুষ মারা যায়। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম বৃহত্তম খনি দুর্ঘটনা।
১৯১৩- বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশ হয়।
১৯৪৫- রুশদের বার্লিন দখল। নাৎসি নেতা ও হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলসের আত্মহত্যা।
১৯৪৫- যুগোশ্লাভ সামরিক বাহিনী কর্তৃক ত্রিয়েস্ত দখলমুক্ত হয়।
১৯৪৬- অস্ট্রেলীয় আদিবাসীদের ৩ বছর ব্যাপী পিলবারা ধর্মঘট শুরু হয়।
১৯৪৮- গণতান্ত্রিক কোরিয়া প্রজাতন্ত্র (উত্তর কোরিয়া) প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয় কিম-সাং নেতা হিসেবে নির্বাচিত হন।
১৯৬১- কিউবার প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো কিউবাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন ও নির্বাচন বাতিল করেন।
১৯৭৮- জাপানের নাওমি উয়েমুরা কুকুর চালিত গাড়িতে করে সর্ব প্রথম মানুষ হিসেবে সম্পূর্ণ এককভাবে উত্তর মেরুতে পৌঁছান।
১৯৯৩- শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণসিংহে প্রেমাদাসা লিবারেশান টাইগারদের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
১৯৯৫- সার্কভুক্ত দেশগুলো সাপটা গঠনের সিদ্ধান্ত নেয়।
১৯৯৭- ব্রিটেনে সাধারণ নির্বাচনে টনি ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়।
২০০৩- ইরাক আক্রমণ: ‘মিশন অ্যাকমপ্লিশড’ বা ‘অভিযান সম্পন্ন’ নামক বক্তৃতা নামে পরিচিত, মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ. বুশ ইরাকে মার্কিন বাহিনীর মূল যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করেন।
২০০৯- সুইডেনে সম-লৈঙ্গিক বিবাহ স্বীকৃতি পায়।
জন্ম:
১৮৯৮- সাহিত্যিক-সাংবাদিক মাহবুব-উল-আলমের জন্ম।
১৯১৯- ভারতীয় সঙ্গীতশিল্পী মান্না দে’র জন্ম।
১৯২৫- দার্শনিক অধ্যাপক সরদার ফজলুল করিমের জন্ম।
১৯৩০- সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের জন্ম।
১৯৩১- সাবক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার জন্ম।
মৃত্যু:
১৮৫৯- দেশলাইয়ের উদ্ভাবক ড. জন ওয়াকারের মৃত্যু।
২০০৫- কবি আবু কায়সারের মৃত্যু।